Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আবুধাবিতে লটারিতে ৮৩ কোটি জিতলেন বাংলাদেশি নাসের ও ৯ বন্ধু

ফরহাদ হুসাইন, আরব আমিরাত থেকে

আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩ নং ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপ এ কাজ করেন মোহাম্মদ নাসের (৪৩)। বাড়ি চট্টগ্রাম শহরের আতুরার ডিপো। তিনি ও তার ১০ বন্ধু মিলে জুন মাসের বিগ টিকেট এর ভাগ্যবান কুপনটি যখন কেনেন তখন ভাবতেও পারেননি যে সেটি হতে যাচ্ছে এবারের জ্যাকপট বিজয়ী টিকেট (টিকেট নং ০৬১০৮০)। যার পুরস্কার মূল্য ২৫ মিলিয়ন দিরহাম বা ৮৩.৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার ৩ জুলাই রাতে আবুধাবি ডিউটি ফ্রী’র জুন মাসের লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। এটি ছিল বিগ টিকেটের ২৭৬ তম ড্র।

আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল দাহেরি ২০ মিলিয়ন বা ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন। এবারের ২৭৬ তম ড্রর সাপ্তাহিক ই-ড্রতে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জেতেন।

বিগ টিকেট বিজয়ী মোহাম্মদ নাসের পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। বিগত ১২ বছর যাবত তার বন্ধুদের সাথে টিকেট কিনছিলেন এটা ভেবে যে একদিন না একদিন তিনি জয়ী হবেন। জয়ের পর বিগ টিকেটের সঞ্চালক রিচার্ড ও বুশরার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে তিনি বলেন,’আজ আমার স্বপ্ন পূরণ হল। আমার সারা গা কাঁপছে, এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার জীবনে কি ঘটে গেছে! ‘

বিগ টিকেটের ১০ বন্ধুর মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ সরোয়ার। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল,তবে এখন থাকেন চট্টগ্রামের মুরাদপুর। গ্রূপের সদস্যদের মধ্যে কারো বাড়ি ফটিকছড়ির মাইজভান্ডার,ফরহাদাবাদ, কারো রাউজান এমনকি কারো কুমিল্লায়ও। সবাই স্বল্প আয়ের প্রান্তিক পর্যায়ের প্রবাসী। আজ যারা রাতারাতি কোটিপতি।

তবে কেউই দেশের বা আমিরাতের মূলধারার মিডিয়ায় নিজেদের ছবি বা বিস্তারিত তথ্য দিতে নারাজ। এর কারণ হিসেবে সরোয়ার বললেন,’বুঝতেই তো পারছেন দেশের পরিবেশ পরিস্থিতি!’

লটারির একটা অংশের টাকা দিয়ে মোহাম্মদ নাসের দেশে বাড়ি করবেন। বাকি টাকা কি করবেন তা এখনো প্লান করেননি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন