বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

করোনায় যুগ্মসচিব লুৎফুর রহমান তরফদারের মৃত্যু

গেজেট ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের প্রধান মো. লুৎফুর রহমান তরফদার মৃত্যুবরণ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সরকারের যুগ্মসচিব লুৎফুর রহমান ৮৬ ব্যাচের ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন তিনি।

মো. লুৎফুর রহমান তরফদার করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। নিয়মিত খাবারও খাচ্ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় ভেন্টিলেটরে নেওয়া হয় তাকে। পরে রাত ১টার দিকে তিনি মারা যান।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন