Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আগোরা স্মাইল-২০২০ হিরো বাংলাদেশের হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার অন্যতম সেরা প্রতিষ্ঠান আগোরা-ওয়ার্ল্ডস সেরা চিত্রসমূহ স্মাইল- ২০২০ ফটো কনটেস্টের হিরো হয়েছেন বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা হাবিবুর রহমান। সম্প্রতি আগোরাতে স্মাইল ২০২০ থিমে একটি আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে পুরো বিশ্ব থেকে প্রায় ১১ হাজারেরও বেশি ছবি জমা পড়ে।
জানা যায়, ছবিগুলো থেকে বিচারক মন্ডলীরা সেরা ৫০টি ছবি নির্বাচন করেন। সেরা ৫০ থেকে প্রথম ধাপে শুরু হয় ভোটিং । সেই ভোটিং এ সর্বোচ্চ ৭৮৩ ভোট পেয়ে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় হাবিবুরের ছবি।
ফাইনাল রাউন্ডে বিভিন্ন দেশের সেরা ৫ টি ছবি থেকে আবার শুরু হয় দ্বিতীয় ধাপের ভোটিং ।৪৮ ঘন্টা ছবিতে ভোট গ্রহন চলে, বুধবার বিকাল ৪টায় ভোট শেষে রেজাল্ট পাবলিস্ট করে আগোরা-ওয়ার্ল্ডস।
সেখানে সর্বোচ্চ সংখ্যক ১০৭৫ ভোট পেয়ে স্মাইল-২০২০ ফটো কনটেস্টের টাইটেল “হ্যাপী চাইল্ড” ছবি হিরো নির্বাচিত হন হাবিবুরের ছবি। খুলনা গেজেটকে সে জানায়, যারা ভোট দিয়েছেন সকলকে ধন্যবাদ। শুভাকাঙ্খিদের ভালোবাসা ও সহযোগীতায় এই অর্জন শুধু তার একার না এটি বাংলাদেশের অর্জন।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন