বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাহেদ এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদকে নিয়ে ঢাকায় পৌঁছেছে র‌্যাব। গত মধ্যরাতে নৌকাযোগে বোরকা পরেই ছদ্মবেশে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে যাচ্ছিল বলে জানিয়েছেন র‌্যাবের গোয়েন্দা প্রধান সারওয়ার বিন কাশেম।
তিনি বলেন, গোয়েন্দা সদস্যরা তাকে আগে থেকেই নজরদারীতে রেখেছিল। কিন্তু যখন দেখলাম আর কিছু সময় পেলেই সে বাংলাদেশ থেকে পালাবে তখনই আমাদের মূল অভিযান শুরু করি। ভোরের দিকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, আজ বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামী মোঃ সাহেদকে গ্রেপ্তার করা হয়। এখন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন