Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এমপি পাপুলের পদ কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল

গেজেট ডেস্ক

কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য পাপুলের পদ কেন বাতিল হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মানবপাচার, মানি লন্ডারিং, ঘুষ প্রদানের মত অভিযোগে কুয়েতের কারাগারে বন্দী আছেন বাংলাদেশের এমপি শহীদ ইসলাম পাপুল। এমন অবস্থায় এই রুল জারি করলেন হাইকোর্ট।

সম্প্রতি কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগে আটক বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার সহযোগীর জামিন আবেদন নাকচ করে দেশটির একটি আদালত। আটদিনব্যাপী জিজ্ঞাসাবাদের পর পুলিশ ৭ শীর্ষ কর্মকর্তাসহ তিন সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা পায় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আরব টাইমস অনলাইন। ওই কর্মকর্তারা ঘুষ এবং উপহারের বিনিময়ে তাকে বিশেষ সুবিধা দিয়েছিল বলে জানানো হয়েছে।

কাজী পাপুলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন ১১ প্রবাসী বাংলাদেশি। তাদের অভিযোগ, ভিসা ও আকামা নবায়নের নামে তাদের কাছ থেকে অর্থ নিয়েছিল কাজী পাপুল।

সুত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, তিনি সম্প্রতি বিভিন্ন দেশের কয়েকটি ব্যাংকে কয়েক লাখ কুয়েতি দিনার হস্তান্তর করেছেন। অর্থ ও মানবপাচারের মামলায় নাম উঠে আসার পর কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দেন তিনি।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন