Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনায় বড়াইগ্রাম থানার ওসির মৃত্যু

গেজেট ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুমন আলীর (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনার সময়ে সাধারণ জনগণকে আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হন তিনি। আক্রান্ত হওয়ার পর স্থানীয়ভাবে চিকিৎসা চলা অবস্থায় তার অবস্থার অবনতি হয়। এরপর তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে কর্মস্থল বড়াইগ্রাম ও পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিগত জীবনে সুমন আলী মিষ্টভাষী মিশুক প্রকৃতির ছিলেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন