Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চুরি হওয়া ৩৪টি কম্পিউটার উদ্ধার : আটক ১

গেজেট ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চুরি হওয়া ৪৯ টি কম্পিউটারের মধ্যে ৩৪ টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর গুলশান এলাকার একটি আবাসিক হোটেল থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি গুলশান থানা পুলিশ নিশ্চিত করেছে। মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান ইতিমধ্যে উদ্ধারকৃত কম্পিউটার এবং আটককৃত ব্যক্তিকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন।

তিনি বলেন, গুলশানেরে একটি হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হোটেল বয়কে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন