খুলনা, বাংলাদেশ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে
  চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২
  নিরবচ্ছিন্নভাবে চলছে সব তৈরি পোশাক কারখানা, কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা; শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোরালো সহযোগিতার আহ্বান বাংলাদেশের

গেজেট ডেস্ক

টেকসই ভবিষ্যৎ ও বিশ্বময় সার্বজনীন সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইন্দো-প্যাসিফিকের দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি প্রকৃতিবান্ধব উন্নয়নে সবুজায়নের বিষয়ে জোরালো সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বেলজিয়ামের ব্রাসেলসে চলমান তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) ‘দ্য গ্রিন ট্রানজিশন- টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব’ (The Green Transition- Partnering for a Sustainable Future) শীর্ষক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান তিনি। এ দিন গোলটেবিল আলোচনায় বক্তব্যকালে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তন প্রশমনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও সবুজ রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পরিচ্ছন্ন শক্তি আহরণ ও নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ জোর দিয়েছে। এ সময় পরিবেশবান্ধব পাট ও সবুজ হাইড্রোজেন ব্যবহার এগিয়ে নিতে এ সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ সহায়তার আহ্বান জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট মারোস শেফকোভিচ ও পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী বেন্দিতো ফ্রেইতাসের (Bendito Freitas) পরিচালনায় আয়োজিত ওই গোলটেবিল আলোচনায় ভিয়েতনাম এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যরা অংশ নেন।

ইইউ’র ২৭টি দেশ ও আফ্রিকার পূর্ব এবং দক্ষিণ উপকূল থেকে আরব উপদ্বীপ ছাড়াও এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্ধশতাধিক দেশের এই ফোরামে প্রায় শতাধিক প্রতিনিধি যোগ দিচ্ছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!