শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় আরও একজনের মৃত্যু

মোংলা প্রতিনিধি

করোনায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজনের মৃত্যু হয়েছে। পৌর শহরতলীর মাকড়ঢোন এলাকার নুর আলম তালুকদার (৮০) করোনা উপসর্গ নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তাতে করোনা পজেটিভ শনাক্ত হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মলয় মল্লিক। এর আগে শুক্রবার করোনায় এখানে তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রবিবারের শনাক্তের হার ছিল ২৬ শতাংশ। চলতি সপ্তাহের শনিবার ও রবিবার এখানে শনাক্তের হার আগের
তুলনায় কিছু কম দেখা যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: জীবিতেষ বিশ্বাস।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন