সদ্য প্রয়াত সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদের নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনে বৃত্তি চালুর উদ্যোগ গ্রহণ করেছে দৈনিক জন্মভূমি। খুব শিগগিরই এ ব্যাপারে প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন খুলনার ঐতিহ্যবাহি এই পত্রিকার প্রকাশক আসিফ কবীর।
তিনি খুলনা গেজেটকে জানান, খুলনা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় সাহাবুদ্দিন আহমেদ জীবনের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন এই খুলনায়। শুধু শিক্ষকতা ও সাংবাদিকতা নয়, খুলনার উন্নয়নে বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
আসিফ কবির আরও জানান, দৈনিক জন্মভূমি ও আমাদের পরিবারের সাথে সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদের একটি নিবিড় সম্পর্ক ছিল। বিশেষ করে এই পরিবারের অভিভাবক সম্পাদক হুমায়ুন কবীর বালু নিহত হওয়ার পর চরম দুঃসময়ে তিনি সার্বক্ষণিক পাশে ছিলেন, যা কোন দিন ভুলবার নয়।
জন্মভূমি প্রকাশক জানান, যেহেতু কর্মজীবনে তিনি ইংরেজী ভাষায় সাংবাদিকতা ও এর পূর্বে শিক্ষকতায় নিযুক্ত ছিলেন, সেজন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনে এই বৃত্তি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে দৈনিক জন্মভূমির পক্ষ থেকে দুই থেকে পাঁচ লক্ষ টাকা স্থায়ী আমানত হিসাবে প্রদানের পরিকল্পনা আছে। এই স্থায়ী আমানতের লভ্যাংশ থেকে সাহাবুদ্দিন আহমেদের নামে ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর দেয়া হবে বৃত্তি। যার নীতিমালার খসড়া প্রস্তাব আকারে খুবি কর্তৃপক্ষকে দেয়া হবে। অনুমোদন সাপেক্ষে তার আওতায় এই বৃত্তি প্রদান করা হবে বলে তিনি আরও জানান।
খুলনা গেজেট/এনএম