ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতিতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন মার্কিন ধর্মপ্রচারক। গত শুক্রবার দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের দক্ষিণ পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয় বলে রোববার (৪ জুলাই) জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
হাইতির ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অফিস (এনসিএও) জানিয়েছে, গত শুক্রবার দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের একটি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টার দিকে উড্ডয়ন করে বিমানটি। প্রায় ঘণ্টাখানেক পর বিমানটির হাইতির দক্ষিণাঞ্চলীয় শহর জ্যাকমেলে পৌঁছানোর কথা ছিল। তবে এর আগেই বিমানটি বিধ্বস্ত হয়।
এনসিএও জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানে থাকা ৬ জন নিহত হন। তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মিশনারী সংস্থা গসপেল টু হাইতি জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন মার্কিন ধর্মপ্রচারক রয়েছেন। তারা হচ্ছেন- ৩৫ বছর বয়সী ট্রেন্ট হস্টেটলার এবং ৪৩ বছর বয়সী জন মিলার।
নিহত হস্টেটলার ও তার স্ত্রী একসঙ্গে হাইতিতে ধর্মপ্রচারের কাজ করতেন। অপরদিকে, মিলার সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
খুলনা গেজেট/ টি আই