Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ জনে। এ দিন ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫১৩ জন।

শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ছয়জন, আলমডাঙ্গার পাঁচজন এবং জীবননগরের তিনজন রয়েছেন।

করোনায় মারা যাওয়া একজন জীবননগর এবং একজন আলমডাঙ্গার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজন জেলার বাইরে ও একজন উপসর্গ নিয়ে বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৯৬ জনের ও জেলার বাইরে ১৪ জনের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন