Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাইফ ও কারিনা ঘরে আসছে নতুন অতিথি!

বিনোদন ডেস্ক

বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ঘরে দ্বিতীয় সন্তান আসছে। বুধবার (১২ আগস্ট) তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে সাইফ ও কারিনা বলেন, আমরা এটা ঘোষণা করতে পেরে খুব খুশি যে আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। ভালোবাসা ও সমর্থন নিয়ে পাশে থাকার জন্য আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।

২০০৮ সালে ‘তাশান’ সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ হয়েছিল সাইফ আলী খান ও কারিনা কাপুরের। কিছুকাল একসঙ্গে কাটানোর পর ২০১২ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের ছেলে তৈমুর আলী খানের জন্ম।

এদিকে, কারিনা কাপুরকে আগামীতে দেখা যাবে আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’য়। এটি টম হ্যাঙ্কসের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল বলিউড রিমেক।

উল্লেখ্য, সাইফ-কারিনার প্রথম সন্তান তৈমুর আলি খান। ইতিমধ্যেই ইন্টারটেন সেনসেশন তিন বছরের এই খুদে। এবার নবাব-বেগমের ঘরে আসছে নতুন সদস্য। শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন