খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য অনলাইনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এনআইডি নম্বরধারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে (https://surokkha.gov.bd) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবে। বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্টের কাছে জমা দিতে বলা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে ওই সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী করোনা ভ্যাকসিন নেওয়র জন্য আবেদন করেন।
এদিকে গত ২৫ মার্চ কুয়েটের পক্ষ থেকে এনআইডি নম্বরধারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা ইউজিসিতে পাঠানো হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ইউজিসি থেকে আমাদের ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যেই ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপে নাম নিবন্ধনের জন্য আবাসিক শিক্ষার্থীদের বলা হয়েছে।
তিনি আরও বলেন, যারা আগে বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনের জন্য কাগজপত্র জমা দিয়েছিল, তাদেরও অতি দ্রুত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন শিক্ষার্থীদের টিকা প্রদানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেন।
খুলনা গেজেট/ টি আই