Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুর থেকে অপহৃত কিশোরী উদ্ধার ও অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সূত্রে জানা যায়, গত ২১ জুন মেহেরপুর জেলার গাংনী থানাধীন কাথুলী এলাকা থেকে অপহৃত হয় ১৫ বছর বয়সী এক কিশোরী। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নং ২২ তারিখ ২৫/০৬/২১ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯/৩০।

সে অনুযায়ী আজ ১ জুলাই র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, অপহৃত ভিকটিম মেহেরপুর জেলার গাংনী থানাধীন পৌরসভা শাহারবাটী এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন। এ সময়  অপহরণকারী মোঃ মাহাফুজ আলী (২৫), পিতা-মোঃ জাব্বার হোসেন, সাং-রামকৃষ্ণপুর ধলা, থানা-গাংনী, জেলা-মেহেরপুরকে গ্রেপ্তার করে।

আসামীকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করে এবং ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তরের প্রস্তুতি চলছে।সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন