পবিত্র ঈদুল আজহার পরে দ্রুততম সুবিধাজনক সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর অন্তত: এক সপ্তাহ আগে পরিপূর্ণ সময়সূচি ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৯ জুন) যবিপ্রবির ডিনস কমিটির সভাপতি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব বরাবর প্রেরিত পত্রে এ সিদ্ধান্তের কথা জানান।
এরআগে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নির্দেশনাক্রমে গত ২৮ জুন সোমবার ডিনস কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া প্রেরিত পত্রে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতেও অনুরোধ জানানো হয়।
খুলনা গেজেট/ এস আই