Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বলিভিয়ার প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জেনান আনেজ। এক টুইট বার্তায় বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় জেনান আনেজ বলেন, সহকর্মীদের অনেকেই অসুস্থ হওয়ায় তিনি করোনা পরীক্ষা করান। তার করোনা পজেটিভ এসেছে।

তিনি ভালো আছেন এবং আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। টুইটারে পোস্ট করা ভিডিওতে ৫৩ বছর বয়সী আনেজ আরও বলেছেন, আরেকটি পরীক্ষার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

বলিভিয়ার সরকার বলছে,দেশটির অন্তত সাতজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত বলিভিয়ার ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন