বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুবিসাস আয়োজিত দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

খু‌বি প্রতি‌নি‌ধি

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও সমিতির এক বছর পূর্তি উপলক্ষ্যে ওয়েবিনারে আয়োজিত দু’দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন হ‌য়ে‌ছে শুক্রবার সন্ধ‌্যায়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

খুবিসাসের সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয়ের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দৈনিক যুগান্তর এর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রাক্তন প্রধান (সাময়িক দায়িত্ব) ও সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম।

কর্মশালার মূল পর্বে আলোচনা করেন ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসিন উল হাকিম। কর্মশালাটি সঞ্চালনা করেন খুবিসাসের সাধারণ সম্পাদক মীর হাসিব ও মোঃ শফিকুল ইসলাম।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন