এশিয়া কাপ ক্রিকেট স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, সেপ্টেম্বরে এশিয়া কাপের ১৫তম আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজনের ভাবনা থেকে সরে এসেছে সবগুলো বোর্ড। এবার এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে নিরপেক্ষ ভেন্যুতেই হতো আয়োজন।
সেক্ষেত্রে আয়োজক হিসেবে শ্রীলঙ্কার প্রস্তুতি প্রায় চূড়ান্তই ছিল। তবে এশিয়ান ক্রিকেটের কর্তারা এ বছর এশিয়া কাপ মাঠে গড়াতেই রাজি নন। মূলত ২০২২ এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। পাকিস্তান এবারের এশিয়া কাপের আয়োজন স্বত্ব শ্রীলঙ্কার সাথে অদল-বদল করেছিল। সেই হিসেবে ২০২২ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে পাকিস্তান, যা হবে এশিয়া কাপের ১৬তম আসর। আগামী বছরের জুনে এশিয়া কাপের ১৫তম আসর আয়োজনের কথা ভাবিছে এসিসি।
আগামী বছরের জুনে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবলেও এসিসির জন্য ফাঁকা সূচি বের করা সহজ হবে না। দীর্ঘ সময় ধরে খেলাধুলা বন্ধ থাকায় অনেকগুলো সিরিজই পিছিয়ে গেছে। স্থগিত সিরিজগুলো নতুন সূচিতে সাজালে ব্যস্ত সময় কাটবে ক্রিকেট দলগুলোর।