যুক্তরাষ্ট্রে ঝড়-বৃষ্টিতে সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ নিহত ১০

আন্তর্জা‌তিক ডেস্ক

নিম্নচাপের প্রভাবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বইছে ঘূর্ণিঝড় ‘গার্লক’। এতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে বেশকিছু গাড়ি। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। যার মধ্যে ৯টিই শিশু। খবর- বিবিসি।

স্থানীয় সময় শনিবার (১৭ জুন) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাটলার কাউন্টির করোনার ওয়েইনি গারলক জানিয়েছেন, মৃত শিশুদের বয়স নয় মাস থেকে ১৭ বছরের মধ্যে।

তিনি বলেন, গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে (৬৫ নম্বর ইন্টারসেকশন) পানির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৫টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তখন তুমুল ঝড়বৃষ্টি হচ্ছিল। তীব্র বাতাস আর তুমুল বৃষ্টিতে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে।

এর মধ্যে একটি গাড়িতে থাকা নয় মাস এক বয়সী শিশুকন্যা ও তার বাবার মৃত্যু হয়েছে।

মৃত বাকিরা ছিলেন স্থানীয় একটি নারী আশ্রয়কেন্দ্রের বাসে। সেখানে পরিত্যক্ত, নিগৃহীত এবং নিপীড়নের শিকার মেয়েদেরকে আশ্রয় দেয়া হয়। এই বাসে নিহতদের সর্বকনিষ্ঠ মেয়েটির বয়স চার বছর।

দুর্ঘটনার পর একজন প্রত্যক্ষদর্শী বাসের চালককে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হলেও শেষ পর্যন্ত শিশুগুলোকে রক্ষা করতে পারেননি।

দুর্ঘটনার পরে কয়েক ঘণ্টার জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় শেরিফ ড্যানি বন্ড এ ঘটনাকে বাটলার কাউন্টির ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বলে আখ্যায়িত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন