Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় মাদক বিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় ৬জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে।

কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল নগরীর খালিশপুর আলমনগরের বাসিন্দা মোঃ লাল মিয়ার ছেলে মোঃ বাবুল হোসেন (৩২), সোনাডাঙ্গার বয়রা বাজার এলাকার মৃত শের আলীর ছেলে মোঃ লিয়াকত হোসেন (৫০), নগরীর ৯নং টিবি ক্রস রোডের মৃত খোদাবক্সের ছেলে মোঃ মোরাদ হোসেন (৫৭), খালিশপুরের মতিয়ারের বাড়ির ভাড়াটিয়া খোরশেদ আলী মোল্যার ছেলে মোঃ সাইফুল আলী মোল্যা (৪০), বড় বয়রা মধ্যপাড়ার মোঃ টুকুর বাড়ির ভাড়াটিয়া মৃত চাঁন মিয়া সরদারের ছেলে মোঃ মিলন হোসেন (২৮) এবং দৌলতপুরের আমতলা এলাকার নেছার চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া মৃত আঃ মান্নানের ছেলে মোঃ রাজু (৩১)।

এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিল, ৩২পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় ছয়টি মাদক মামলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন