শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মটর চালক লীগের সম্পাদক চিতলমারীর লালন

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তান কাজী মোঃ ইকরাম হোসেন লালন। তিনি বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ আলী হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১৮ জুন দুপুর ৩ টায় (ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে) বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হোসেন চৌধুরীর গুরুতর অসুস্থ্যর বিষয়টি উত্থাপিত হয়। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের গঠনতন্ত্রের ৩২ এর (গ) ধারামতে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মোঃ ইকরাম হোসেন লালনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

লালনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ আলী হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কাজী মোঃ ইকরাম হোসেন লালন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কাঠিপাড়া গ্রামের মৃত কাজী আবুল মোতালেবের ছেলে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন