বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

জীবননগরে করোনায় আরও একজনের মৃত্যু

জীবননগর প্রতিনিধি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবননগরে একদিনের ব্যবধানে শুকুর আলী (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১৯ জুন) বেলা পৌনে ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তিনি উপজেলার বাঁকা গ্রামের বাজার পাড়ার মৃত এলাহী মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা হয়,গত ১৩ জুন শুকুর আলী জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতসহ সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হন। ওই দিন সংগৃহীত নমুনায় পরদিন তার করোনা শনাক্ত হয়। শনাক্তের পর শুকুর আলীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিকভাবে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন