ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জাহানারা বেগম (৭০) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার ভোরে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত-হাবিবুর রহমানের স্ত্রী।
নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, তার মা গত ১৩ জুন থেকে শরীরে জ¦র, সর্দি, কাশি ও ব্যাথাজনিত সমস্যায় ভুগছিলেন। তার অবস্থা গুরুতর হলে বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করে রেজাল্ট পজেটিভ বলে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ তার মাকে রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পরিবারের অন্যদের সাথে আলাপ করতে মাকে রাতে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, ওই নারী বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে র্যাপিড অ্যান্টিজেন মেশিনে করোনা পরীক্ষার পর তার পজেটিভ রিপোর্ট আসে। রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু নিহতের স্বজনরা তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে যান। সেখানেই ভোরে তার মৃত্যু হয়।