শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আশিক শেখ (২৮) নামের  টাইলস ফ্যাক্টরীর শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার সময় খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত মেট্রো ব্রিক্সের সামনে এই দুর্ঘটনায় আহত হয় আশিক। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আশিক ফকিরহাট উপজেলার ঘনেশ্যামপুর গ্রমের মৃত্যু আজগর আলীর পুত্র। সে স্থানীয় একটি টাইলস ফ্যাক্টরীর শ্রমিক ছিলেন।

কাটাখালি হাইওয়ে থানার এস আই জয়ন্ত কুমার দাস বলেন, একটি বাইসাইকেলে কাটাখালির দিকে যাচ্ছিল আশিক। এসময় মেট্রো ব্রিক্সের সামনে পৌছালে একটি মোংলাগামী মটরসাইকেলের সাথে তার সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। কিছুক্ষণ পরে জানতে পারি সে মারা গেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন