করোনা জীবনরক্ষাকারী মেডিকেল সরঞ্জামাদী নিয়ে পাশে দাঁড়িয়েছে মোংলা ইপিজেডের ভারতীয় কোম্পানি ভিআইপি। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিট ইউনিটে ১৫ টি আইসোলেশন বেড, ১৫ টি অক্সিজেন সিলিন্ডার ও দুটি অক্সিজেন জেনারেটরসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন কোম্পানীটির ব্যবস্থাপনা পরিচালক আশিষ কুমার সাহা। একই সাথে স্থানীয় সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে তাদের প্রতিষ্ঠানের তৈরী বিদেশে রপ্তানীযোগ্য তিন লেয়ারের মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করা হয়।
মোংলা ইপিজেডের লাগেজ উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান ভিআইপির কর্মকর্তারা বলেন, তাদের দেয়া চিকিৎসা সামগ্রী মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ইউনিটের বর্তমান ধারণ ক্ষমতা দ্বিগুণ করবে।
স্বাস্থ্য বিধি মেনে তাদের কারখানার কার্যক্রম পরিচালনা করে আসা এই বহুজাতিক কোম্পানি ইপিজেড অভ্যন্তরে মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সকল শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, বিনামূল্যে ঔষধ সেবা প্রদাণ, বিনামূল্যে মাস্ক ও সেনিটাইজার সরবরাহসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও জানান তারা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা ইপিজেডের ডেপুটি ম্যানেজার জাহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মোংলা-রামপাল সার্কেল) মোঃ আসিফ ইকবাল, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মলয় মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, ভিআইপির মানবসম্পদ বিভাগের প্রধান মিজানুর রহমান খাঁন, প্লান্ট হেড শাহনেওয়াজ আলাম ও মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএম