বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মাগুরার আজিজ হত্যার প্রধান আসামী গ্রেফতার, মাথা ও দেহের খন্ডাংশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মাগুরার মহাম্মদপুরে  এক যুবকের মস্তিষ্কবিহীন দেহের কয়েকটি খন্ড পলিথিনে মোড়ানো পাওয়া যায়। গত ৬ জুন সকাল সাড়ে ৮টায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামের একটি পুকুর থেকে সেটি উদ্ধার করা হয়। ক্লুলেস নৃশংসহত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। শনাক্ত করা হয় হত্যাকান্ডের শিকার নিহত যুবককে। তিনি হলেন মাগুরা সদর এলাকার ইছাখাদা পুরাতন বাজার এলাকা থেকে মোঃ আজিজুর রহমান।

অবশেষে সোমবার (১৪ জুন) আজিজ হত্যা মামলার প্রধান আসামী মোঃ আশরাফ আলীকে গ্রেফতার করে র‌্যাব-৬ খুলনার একটি টিম।

মঙ্গলবার (১৫ জুন) র‌্যাব-৬ এর সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব লিগাল ও মিডিয়া) মুহাম্মদ ছুরত আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাগুরা ক্লুলেস এ নৃশংসহত্যাকান্ডের ঘটনায় মহাম্মদপুর থানায় একটি মামলা রুজু হয়। এরপর ভিকটিমের পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রাখা হয়। পরবর্তীতে ভিকটিমের পরিচয় শনাক্ত করা হয়। তিনি সদর এলাকার ইছাখাদা পুরাতন বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ আজিজুর রহমান (৩২)।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ খুলনার একটি আভিধানিক দল সোমবার (১৪ জুন) বিকাল সাড়ে ৩ টায় যশোরের শার্শা থানা এলাকা থেকে মোঃ আশরাফ আলী (৩২) গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ আসামি আশরাফ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা শিকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী প্রাপ্ত তথ্যমতে মাগুরা সদর থানাধীন ঘোড়ানাছ গ্রামে মাসুদ ব্রিকফিল্ডের পাশে রাস্তা সংলগ্ন কালভার্টের নীচ থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে নিহত আজিজের খন্ডিত পা এবং আশে-পাশে আরও খোঁজাখুজি করে একটি দেহ বিহীন মাথা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় আসামিকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন