নগরীর খানজাহান আলী থানা সড়কটি আবারো অবৈধ পার্কিং এর দখলে চলে গেছে। ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, মাত্র ৪ মাস আগে খানজাহান আলী থানা পুলিশ অবৈধ গাড়ী পার্কিং অপসারণ করলেও বর্তমানে সড়কের উপর থেকে ট্রাকসহ বিভিন্ন কোম্পানির গাড়ি সরিয়ে নিলেও পুনরায় সড়কের দু’পাশে অবৈধ পার্কিং আবার শুরু হয়েছে ।
সারিবদ্ধ ভাবে রাস্তার দু’পাশে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান রাখায় যাত্রিবাহী ভ্যান-রিকশাতে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। অতিদ্রুত এ ব্যাপারে পদক্ষেপ না নিলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করেন এলাকাবাসী।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, এ রকম একটি গুরুত্বপুর্ণ সড়কে অবৈধ পার্কিং করার কোন সুযোগ নেই । করোনার সময়ে সড়কটি পুনরায় অবৈধ পার্কিং শুরু হয়েছে, এ ব্যাপারে আবারো অভিযান চালানো হবে।
খুলনা গেজেট/এমবিএইচ