Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মুজিববর্ষ উপলক্ষে কপিলমুনি ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ

কপিলমুনি প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে সোমবার বিকেলে কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। পাইকগাছা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম বৃক্ষরোপণ পূর্বক এ কর্মসূচীর উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী বৃক্ষরোপণের সুফল বিশ্লেষণকালে বলেন, “লাগাই গাছ বাঁচাই বন” প্রতিপাদ্যের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে সারাদেশব্যাপী ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে উপজেলা চত্বর, ইউনিয়ন ভূমি অফিস, স্কুল-কলেজ, পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি সোনার বাংলাকে সবুজ অরণ্য শোভাবর্ধন করতে মুজিববর্ষে এ কর্মসূচী অব্যাহত থাকবে।’ তিনি মুজিববর্ষ উপলক্ষ্যে প্রত্যকে দুটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

সবুজ বৃক্ষের উপকারিতা সম্পর্কে বলেন, ‘গাছ থেকে পাওয়া অক্সিজেন যেমন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে, তেমনি গাছের সুস্বাদু ফল আমাদের ফলতৃষ্ণা মেটায়।’

কর্মসূচীতে উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ইউএলও) মোঃ জাকির হোসেন, হাসমত আলী, অফিস সহকারী লিঠু প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন