সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৩০০, আক্রান্ত ৮০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

সার্বিক টিকাকরণের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রস্তুতির মধ্যেই দৈনিক করোনা সংক্রমণের নিরিখে দেশে পরিস্থিতি কিছুটা হলেও শোধরাতে দেখা গেল। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ এতটা কম হল। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯।

সংক্রমণ বৃদ্ধিতে খানিকটা রাশ টানা গেলেও, দৈনিক মৃত্যু এখনও উদ্বেগজনক জায়গাতেই রয়েছে। তবে শনিবার যেখানে দৈনিক মৃত্যু ৪ হাজারের উপর ছিল, রবিবারের হিসেব অনুযায়ী, তা ৩ হাজার ৩০৩ হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, করোনার প্রকোপে গোটা দেশে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

পরীক্ষা বাড়ানো এবং দেশের সিংহভাগ নাগরিককে টিকাকরণের আওতায় আনা গেলে তবেই অতিমারি ঠেকানো সম্ভব হবে বলে বার বার বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে দেশে করোনা পরীক্ষা ওঠানামা করছেই। গত বৃহস্পতি ও শুক্রবার দৈনিক নমুনা পরীক্ষা ২০ লক্ষের উপরে থাকলেও, শনিবার তা নেমে ১৯ লক্ষ ২০ হাজার ৪৭৭ হয়েছে। রবিবার তা আরও কমে ১৯ লক্ষ ৩১২ হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন