Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনা জেলা পুলিশে আইজিপি’র উপহার অত্যাধুনিক গাড়ী হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ কর্তৃক খুলনা জেলা পুলিশের সার্কেল পুলিশ সুপারকে অত্যাধুনিক গাড়ী প্রদান করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দ্রুতগতির এ চারটি গাড়ী হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্। প্রত্যেক সার্কেলের হাতে এসময়ে গাড়ীর চাবী তুলে দেন তিনি। তার আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার।
এসময়ে পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সার্কেল দায়িত্বশীলদের প্রতি উদ্যত্ব আহ্বান জানিয়েছেন তিনি।


এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ প্রমুখ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন