দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার পক্ষ থেকে হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স এবং করোনা সহায়তা তহবিল ৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি চেকেরে মাধ্যমে ‘হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স’ নামীয় হিসেবে এই অর্থ প্রদান করা হয়।
শুক্রবার (১১ জুন) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-সচিব মোঃ মাকরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রয়োজনে কাজ করে যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় মুজিব বর্ষের অঙ্গিকার “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ কার্যক্রম সফল করতে এবং করোনাকালিন স্বাস্থ্য সেবা ও সার্বিক কাযক্রমকে ত্বরান্বিত করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে মোংলা বন্দর কর্তৃপক্ষ এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/ এস আই