শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় কৃষক নিহত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে সোমবার ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ভ্যানের যাত্রী কৃষক জয়নাল মোল্লা (৬৫)। সে নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের ইমান উদ্দির মোল্লার ছেলে। এতে ভ্যান চালক বারইখালী গ্রামের জাকির খান গুরুতর আহত হন।

রবিবার বিকেল ৪টার দিকে ব্যাটারি চালিত একটি ইজিভ্যানকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শরণখোলা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের খুলনা মেট্রো ব-১১-০০৯২ নং বাস ও এর চালক গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মোমতাজুল হককে (৪৮) আটক করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন