দরপতনের একদিন দিন পর ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক-বীমা কোম্পানির শেয়ার। ফলে সোমবার (০৭ জুন) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হচ্ছে।
এসব খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি সূচক বাড়লেও লেনদেনের ধীর গতি লক্ষ্য করা গেছে পুঁজিবাজারে।
এর আগের গত বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। এরপর রোববার ব্যাংক, বীমা কোম্পানির শেয়ারের দাম কমে। তবে সোমবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।
সোমবার শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। তবে ব্যাংক-বীমার কোম্পানির শেয়ারের দাম বাড়ায় লেনদেনের ২০ মিনিটের মাথায় সূচকের উত্থান হয়। ফলে লেনদেনের প্রথম এক ঘণ্টায় অর্থাৎ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট।
তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে এক হাজার ২৯৬ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ২২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।
অপর স্টক এক্সচেঞ্জে সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার। সিএসইর প্রধান সূচক ৩০ পয়েন্ট কমে ১৭ হাজার ৫০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৬৫টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
খুলনা গেজেট/ এস আই