ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাতে নিয়াজ উদ্দিন নামে (৬০) এক কৃষক মারা গেছেন। তিনি শহরের পার্বতিপুর এলাকার মৃত-টুনা মিয়ার ছেলে। রোববার সন্ধ্যায় তিনি বজ্রপাতে আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল দশটার দিকে তার মৃত্যু হয়।
সুমন নামে নিহতের এক স্বজন জানান, রোববার সন্ধ্যায় তিনি শহরের পানি উন্নয়ন বোর্ডের আঙিনায় তার গরু আনতে যান। সে সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় রাতে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল দশটার দিকে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, বজ্রপাতে আহত ওই কৃষক রক্তশূণ্য হয়ে পড়েন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছিল। এদিন বজ্রপাতে এক নারীসহ আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম