বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

জীবননগর প্রতিনিধি

জীবননগরে আমের ক্যারেট সরাতে গিয়ে বিষধর সাপের কামড়ে শরিফুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪জুন) বিকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক গঙ্গাদাশপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে কৃষক শফিকুল ইসলাম গ্রামের একটি আম বাগান মালিকের আম ভাঙ্গার কাজে যায়। আম ভাঙ্গা শেষে বিকালে একটি ঘর থেকে আম বোঝাই করার জন্য ট্রে আনতে গেলে ঘরের মধ্যে থাকা বিষধর সাপ তাকে দংশন করে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় গঙ্গাদাশপুর ঈদ মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন