শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শরণখোলায় বজ্রপাতে যুবকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে আবু বক্কর খান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকেলে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।

নিহত আবু বক্কর শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের বাবুল খানের ছেলে।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, শুক্রবার বিকেলে মুষলধারে বৃষ্টি শুরু হলে আবু বক্কর গরু আনতে মাঠে যান। এসময় বজ্রপাতে সে মারা যায়। নিহত আবু বক্কর পবিত্র কুরআনের হাফেজ ছিলেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন