ভারতের অযোধ্যায় নয় বরং দক্ষিণ নেপালের অযোধ্যাপুরীতে জন্ম হিন্দু ধর্মের অবতার রামচন্দ্র’র। এবার এমনটাই দাবি করলো নেপালের প্রধানমন্ত্রী কোপি শর্মা ওলি। খবর ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া’র।
অযোধ্যাপুরীতে রামের জন্মস্থান এটা প্রমাণ করতে প্রত্নতত্ববিদদের সাথে বৈঠকও করেছেন ওলি। সেইসাথে সেখানে রামের মূর্তিও তৈরি করার পরিকল্পনা জানান ওলি।
তবে ভারতের দাবি নেপালে চীনা রাষ্ট্রদূত হউ ইয়াঙ্কির উস্কানিতেই এমন পদক্ষেপ দিতে যাচ্ছে কাঠমুন্ডু। সেইসাথে ভারতের বিরুদ্ধে যে কোন পদক্ষেপে চীনকে পাশে পাওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে নেপালকে।
খুলনা গেজেট/এআইএন