Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনা : আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

গেজেট ডেস্ক

করোনাভাইরাস মহামারির কারণে গত অর্থবছরের মতো এবারের বাজেটেও অপ্রত্যাশিত জরুরি প্রয়োজনের ব্যয় মেটাতে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়।

এ বছর প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য খাতের জন্য ৩২ হাজার ৭৩১ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে বাজেট বক্তৃতায় বলেন, ‘গত বছরের বাজেটের মতো এবারও সরকার মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মহামারি মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটাতে আগামী অর্থবছরে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করছি।’

তিনি বলেন, সরকার কোভিড মহামারি মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য বড় বরাদ্দ করেছে। ‘তবে, মহামারি প্রাদুর্ভাবের এক বছর পেরিয়ে গেলেও বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে গেছে,’ যোগ করেন তিনি।

এ ছাড়া, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গবেষণার অগ্রগতির জন্য ১০০ কোটি টাকার একটি ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করার হয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন