খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

আড়াই শতাংশ কমছে করপোরেট কর

গেজেট ডেস্ক

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ কমিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে করপোরেট কর আরও কমিয়ে ৩২দশমিক ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব করছি। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমকি ৫ শতাংশ করার প্রস্তাব করছি।

তিনি বলেন, পুঁজিবাজারের তালিকাবহির্ভুত প্রতিষ্ঠানের করপোরেট করহার ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে ফলে এখন থেকে পুঁজিবাজারে তালিভুক্ত নয় এমন সব কোম্পানির করপোরেট কর হবে সাড়ে ৩২ শতাংশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!