বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

নাইজেরিয়ায় ২০০ জন নিয়ে নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ায় ২০০ জন নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৬ মে) ২০০ জন যাত্রী নিয়ে নৌকাটি নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কেবি রাজ্যে ডুবে যায়। রাজ্যের গভর্নরের মুখপাত্র ইয়াহিয়া সারকি বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইয়াহিয়া সারকি বলেছেন, ‘নৌকাটিতে ২০০ জন যাত্রী ছিল। নৌকাটি পাশ্ববর্তী দেশ নাইজার থেকে আসছিল। মাঝ নদীতে সাধারণ কাঠ দিয়ে স্থানীয়ভাবে তৈরি নৌকাডি ডুবে যায়। কতোজন মারা গেছে সঠিক বলা যাচ্ছে না। কারণ, এখনো মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন নৌকাটি কাইনজি লেকে ওয়ারা নামক স্থানের কাছাকাছি জায়গায় ডুবে যায়। যেটা নাইজার নদীর অংশ।

অবশ্য এই ধরনের ঘটনা নাইজেরিয়ায় নতুন নয়। দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। তবে এবারের ঘটনায় যাত্রী সংখ্যা অনেক। তাই হতাহতের সংখ্যাও বেশি হবে বলে শঙ্কা করা হচ্ছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন