ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় এ হামলা চালানো হয়।

অনেককে গুলি করার পর হামলাকারী নিজেও মারা গেছেন বলে জানিয়েছে সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয়ের ডেপুটি রাসেল ডেভিস।

ডেভিস বলেন, সন্দেহভাজন পুরুষ ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) কর্মচারী ছিলেন। তিনি মারা গেছেন। পুলিশ ট্রানজিট ভবনের অভ্যন্তরে বিস্ফোরক ডিভাইস সম্পর্কেও তথ্য পেয়েছিল এবং বোমা স্কোয়াড তদন্ত করছে।

তিনি জানান, কর্তৃপক্ষ ভোর ৬টা ৩৪ মিনিটের দিকে কল পায় যে, ভিটিএ নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে গুলি ছোঁড়া হয়েছে। সূত্র: সিএনএন

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন