বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

লেবাননে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে এক পুলিশ সদস্যের। আহত হয়েছে, সাতশোর বেশি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এর আগে, আন্দোলনকারীরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয় দখলে নেয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন।

এদিকে, জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন