বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে বুধবার

গেজেট ডেস্ক

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ মে) পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বৃহস্পতিবার (২৭ মে) আবার সকাল ১০টায় লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত। বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করেছেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী।

তিনি বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার পুঁজিবাজারের অফিশিয়াল কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, সারাদেশে বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা পালিত হবে। এর জন্য দিনটি উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন