বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি নাসরিন বেগম, সহ-সভাপতি তাইফুর রহমান, সাধারণ সম্পাদক জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সেলিম, অর্থ সম্পাদক রকিবুজ্জামানসহ অন্যান্যরা।

বক্তারা,স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের পাশাপাশি মাদরাসায় প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অর্থ বরাদ্দের দাবী জানান।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন