শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্থাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

সচিবলায়ে আটকে রেখে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদ ও নিশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসিূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধণে বাগেরহাটে কর্মরত শতাধিক গনমাধ্যমকর্মী, দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাট এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, অধ্যাপক মাহফিজুর রহমান, সাংবাদিক ইয়ামিন আলী, ইনজামামুল হক, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর হাফিজুর রহমান প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন, খুন, গুম, মামলা, হামলা, হয়রানির প্রতিবাদ ও ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন