প্রথম আলো পত্রিকার জোষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তাকারীদের বিচার ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবি জানিয়েছে ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রেস ক্লাব।
বুধবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলা দোয়েল চত্তর মোড়ে হরিণাকুন্ডু প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশে সভাপতির বক্তব্য দানকালে এসব দাবি জানান প্রেস ক্লাব সভাপতি এম, সাইফুজ্জামান তাজু।
এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ জানান, সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় সত্য প্রকাশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এবং নিপীড়নমূলক বার্তা দিচ্ছে তা দেশের সংবিধান ও স্বাধীনতার চেতনার সম্পূর্ণ পরিপন্থী। বক্তারা দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের দাবিও জানান।
প্রেস ক্লাব সম্পাদক এইচ মাহবুব মিলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে এ সময় ইত্তেফাক প্রতিনিধি শাহনুর আলম, নয়াদিগন্ত প্রতিনিধি মাহবুব মুরশেদ শাহিন প্রমূখ বক্তব্য দেন।