শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

মোংলা প্রতিনিধি

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মোংলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন সমাবেশ করেছে। একই সঙ্গে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের চৌধুরী মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারণ সম্পাক মোঃ হাসান গাজী, সাংবাদিক মাহমুদ হাসান, নুর আলম শেখ ও প্রথম আলো বন্ধু সভার সভাপতি আবুল কাশেমসহ আরো অনেকে।

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীকে পুঁজি করে স্বাস্থ্য খাতের অর্থ লুটপাটকারী আমলাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নয়তো দূর্নীতি বাজদের কারণে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ হবে বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন