শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বেড়াতে এসে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নবম শ্রেণীর ছাত্র মো: ইয়ামিন শেখ (১৫) মারা গেছে।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে নানা সিদ্দিকুর রহমানের বাড়ীর পাশে একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানার ফলে পানিতে ডুবে যায়। তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা জাল টেনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইয়ামিন শেখ খুলনার দৌলতপুরের কবির বটতলা এলাকার মোহম্মদ আলী শেখের ছেলে। ঈদের দিন বিকালে সে তার মায়ের সাথে নানাবাড়ী টাউন নওয়াপাড়া বেড়াতে আসে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন