বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে নসিমন উল্টে নিহত ১, আহত ৩

নড়াইল প্রতিনিধি

নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন দুর্ঘটনায় ওবায়দুল ভূঁইয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৪ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় দুর্ঘটনায় অপর তিন জন আহত হয়েছে। নিহত ওয়াবদুর ভুইয়া কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকার আলমগীর ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে সমবয়সী কয়েকজন কিশোর ঈদে আনন্দ করতে নসিমনযোগে জামরিলডাঙ্গা এলাকা থেকে ঘুরতে বের হয়। তারা নসিমনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজছিল। নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় পৌছালে নসিমন উল্টে দূর্ঘটনায় পড়ে। এসময় নসিমনে থাকা আহত রামিম, নয়ন ও মাইম শেখকে নড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন